About Principal

প্রফেসর তাহমিনা আক্তার নূর ১৯৬৬ খ্রিঃ ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্তবর্তী কসবা থানার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিক্ষানুরাগী প্রকৌশলী এম.. নূর মাতা রওশন আরা নূর। তিনি নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয় থেকে ১৯৮১ সালে ১ম বিভাগ এস, এস, সি এবং কিশোরগঞ্জ মহিলা কলেজ থেকে এইচ, এস, সি পাশ করেন ১৯৮৩ সালে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৪’শ বি, সি, এস পরীক্ষার মাধ্যমে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে তাঁর চাকুরী জীবন শুরু করেন ১৯৯৩ সালে। বিভিন্ন সময়ে তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চাঁদপুর সরকারি কলেজে বিভাগীয় প্রধান (বাংলা) হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি ২০১৫ খ্রিঃ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ২০২১ সালের আগষ্ট মাসের তারিখে তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।